সংকল্প
ববি সরকার (কলকাতা)

যত বলি শুনে যাও
কথা ছিল দামী,
দূরত্ব বাড়িয়ে দিলো
তবু অন্তর্যামী।
কাছে গেলে সরে যায়
অজুহাত খোঁজে,
জানি সে নীরবেই
সবকিছু বোঝে।
তবুও উদাস থাকে
ব্যস্ততা জড়ায়ে,
মুঠো থেকে দুঃখরা
যায় যেন ছড়ায়ে।
দিন গেলে অবশেষে
ঘুম ভাঙে তার,
জ্যোৎস্না ছড়ায় হাসি
ডাকে সে আবার।
সময়ের ডাক যদি
অসময়ে পাই ,
অভিমান ভুলে আমি
কী উপায়ে যাই!
বারবার অবহেলা
সইতে না জানি,
যতই হৃদয় থেকে
প্রিয় বলে মানি।
শতদল গেল ঝরে
এলো রাত্রি নামি,
অভিমানে বসে আছি
যাবো নাতো আমি।।
CATEGORIES কবিতা