মিড-ডে মিল নিয়ে বিদ্যালয়ে সমস্যা,তদন্তে স্কুল পরিদর্শক

মিড-ডে মিল নিয়ে বিদ্যালয়ে সমস্যা,তদন্তে স্কুল পরিদর্শক

কৌশিক মুখার্জী: আসানসোল:-

স্কুল পরিদর্শক আজ ধর্মপুর ফ্রি প্রাইমারি স্কুলে মিড-ডে মিলের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছেন।জানা গেছে যে স্কুলের প্রধান শিক্ষিকা অবৈধভাবে সরকার প্রদত্ত খাদ্যশস্য বিক্রি করছেন। সহযোগী শিক্ষকদের অভিযোগ, অধ্যক্ষ অঞ্জনা কুমারী গোপনে স্কুলের বাইরে মহাজনদের কাছে ছাপা মিড-ডে মিলের রেশন বিক্রি করছেন। যার কারণে ছোট শিশুরা প্রতিদিন খাবার পায় না। অভিযোগ পেয়ে এসআই বিষয়টি আমলে নিয়ে তদন্তকারী কর্মকর্তাকে মিড-ডে মিল তদন্তে পাঠান। সহকারী শিক্ষকদের সঙ্গে আলোচনা করে মিড-ডে মিলের মান পরীক্ষা করা হয়। তদন্ত কর্মকর্তা বলেন, মিড-ডে মিল নিয়ে বিদ্যালয়ে কিছুটা সমস্যা চলছে। তারা তাকে তদন্ত করতে স্কুলে এসেছে। সহযোগী শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলে প্রতিবেদনটি এসআই অফিসে হস্তান্তর করা হবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )