
মিড-ডে মিল নিয়ে বিদ্যালয়ে সমস্যা,তদন্তে স্কুল পরিদর্শক
কৌশিক মুখার্জী: আসানসোল:-
স্কুল পরিদর্শক আজ ধর্মপুর ফ্রি প্রাইমারি স্কুলে মিড-ডে মিলের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছেন।জানা গেছে যে স্কুলের প্রধান শিক্ষিকা অবৈধভাবে সরকার প্রদত্ত খাদ্যশস্য বিক্রি করছেন। সহযোগী শিক্ষকদের অভিযোগ, অধ্যক্ষ অঞ্জনা কুমারী গোপনে স্কুলের বাইরে মহাজনদের কাছে ছাপা মিড-ডে মিলের রেশন বিক্রি করছেন। যার কারণে ছোট শিশুরা প্রতিদিন খাবার পায় না। অভিযোগ পেয়ে এসআই বিষয়টি আমলে নিয়ে তদন্তকারী কর্মকর্তাকে মিড-ডে মিল তদন্তে পাঠান। সহকারী শিক্ষকদের সঙ্গে আলোচনা করে মিড-ডে মিলের মান পরীক্ষা করা হয়। তদন্ত কর্মকর্তা বলেন, মিড-ডে মিল নিয়ে বিদ্যালয়ে কিছুটা সমস্যা চলছে। তারা তাকে তদন্ত করতে স্কুলে এসেছে। সহযোগী শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলে প্রতিবেদনটি এসআই অফিসে হস্তান্তর করা হবে।