
‘পুলিশ দিবস’ পালিত হলো মঙ্গলকোট থানায়
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান -: ২০২০ সালে সমগ্র বিশ্বের সঙ্গে এইরাজ্যের মানবসমাজ যখন প্রাণঘাতী করোনার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কার্যত গৃহবন্দী, অফিস কাছারি সব বন্ধ, রাস্তাঘাট ফাঁকা, শুনশান একমাত্র সেদিন সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সাহস যোগানোর জন্য রাস্তায় ছিল পুলিশ বাহিনী। তাদের প্রাণের বিনিময়ে সেদিন অসংখ্য সাধারণ মানুষ করোনা ভাইরাসের হাত থেকে বেঁচে গিয়েছিল। পুলিশের এই আত্মত্যাগকে সম্মান জানাতে রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে ১ লা সেপ্টেম্বর দিনটি 'পুলিশ দিবস' হিসাবে পালন করার কথা ঘোষণা করেন। তারপর থেকে রাজ্যের সমস্ত থানায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হয়। সমগ্র রাজ্যের সঙ্গে যথাযথ মর্যাদা সহকারে মঙ্গলকোট থানার আইসির উদ্যোগে 'পুলিশ দিবস' দিনটি পালন করা হয়।

এই উপলক্ষ্যে থানা প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় শিশুদের পরিবেশিত নৃত্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি এদিন চুরি যাওয়া বেশ কয়েকটি মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। কর্তব্য পালনে ও এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য থানার পুলিশ আধিকারিকরা যে সর্বদা সচেতন আছেন এই ঘটনা তারই প্রমাণ। মোবাইল ফেরত পেয়ে তার মালিকরা খুব খুশি। তারা পুলিশ আধিকারিকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ও তাদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও কাটোয়া কাশীনাথ মিস্ত্রি, মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ সহ থানার সমস্ত পুলিশ আধিকারিক ও কর্মী সহ সিভিক ভলাণ্টিয়াররা।
এসডিপিও ও আইসি সবার সামনে আজকের দিনটির গুরুত্ব তুলে ধরেন।
