আকাশের ক্যানভাস
শর্মিষ্ঠা দত্ত (কলকাতা)

গ্রীষ্মের দাবদহে ক্লান্ত হয়ে,
ছটফটানি চাতক আমি তাকাই আকাশ পানে।
কবে সিক্ত হব আমি ?
আকাশ সে যে আমার প্রেম, পুড়িয়ে খাঁটি করলো আমায়।
তপ্ততায় ক্লান্ত আমি ,
ছোট্ট অপেক্ষায় ভিজিয়ে দিয়ে মান ভাঙালো আকাশ আমায়।
সে যে আমার সিক্ত প্রেম।
আনন্দে গেয়ে উঠলো কদম, কেতকী ,কামিনী ,বেলী ,জুঁই।
ছেদন করে বেরোলো ফুল -চাপা ভুঁই।
বৃষ্টি শেষে মিষ্টি হেসে চমক দিলো আবার,
পূবের আকাশ রাঙিয়ে দিলো রামধনু সাত রঙার।
এত কিছু দেয় যে জন, অতি প্রিয় আমার।
ছুঁয়ে এলাম ঐ নীলিমা সুরের পরশে বীণার।
তৃপ্ত আমি ভিজে সারা,
এলো শরত খুশির হরা।
পেঁজা তুলোর বিচিত্র সাজে,
আকাশ ক্যানভাসে খাঁজে খাঁজে।
অবাক চোখে চেয়ে-নানান ছবি আকাশ পানে ,
আমার মনে খুশি আনে।
নতুন প্রত্যাশায় আলো ভরে যায় সূর্যোদয়ের নেশায়।
দিনের শেষে রাত্রি আসে নিয়ম মেনে নিশায়।
দিনরাত্রি সূর্য – তারা নিয়ম মেনে চলে ,
আমিও নই ব্যাতিক্রমী চলি তালে তালে।