এ কোন শূন্যতা
জয়া সান্যাল (কলকাতা)

ভারতবর্ষের মানচিত্রের উপর
দাঁড়িয়ে পথ হারিয়েছে কবি
কেন আজ চারিদিক এতো অন্ধকার
অস্তমিত হয়েছে কি রবি!!
ভারতবর্ষের মানচিত্রের ছবি আঁকতে
কাঁপছে কেন হাত
দিকভ্রান্ত আজ কবির কলম
কেন নামলো এমন রাত!!
দীঘির জলে ভেসে থাকা শবে
ভেসে ওঠে কার ঐ মুখ
ও কি তবে তার ভীষন পরিচিত কেউ
আশঙ্কায় দুরু দুরু বুক।
কাশ্মীর থেকে কন্যাকুমারী
সিন্ধু নাকি উৎকল
বীর ভোগ্য এই বসুন্ধরা
হারিয়েছে কি আজ মনোবল!!
রক্তচোষা বাদুড় গুলো
উড়াতে চায় ধ্বজা
ভিড় জমানো জোঁকের দল
গণতন্ত্র করেছে কব্জা।
ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে
দিশেহারা দুটি চোখ
সবুজ ঘাসের আচ্ছাদনে ঐ
জমা আজন্মের ক্ষোভ।
দু’হাত বাড়িয়ে শাওন ছুঁতে
পারেনি আজও স্বাধীনতা
ভরা বর্ষার জল ছবিতে আজও আঁকা হয়
মানচিত্রের ব্যথা।
দুই কুল ছাপিয়ে ভেসে গেছে ঐ
সীমান্তের সীমারেখা
ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে
আজও কবি ভীষন একা।
CATEGORIES কবিতা