
আমাদের পাড়া আমাদের সমাধান, মুখ্যমন্ত্রীর প্রশংসা কংগ্রেস প্রধানের
বাইজিদ মন্ডল: মগরাহাট:- আমাদের পাড়া, আমাদের সমাধান শিবিরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা কংগ্রেসের প্রধানের, ধন্যবাদ জানাল তৃণমূলও। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে আপ্লুত! মমতা সরকারের পরিষেবায় মুগ্ধ,-উচ্ছ্বসিত পঞ্চায়েত প্রধান মাসকিনা মমতাজ! মঙ্গলবার শিবিরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন তিনি।ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে। আর এনিয়েই কংগ্রেস শিবিরের অন্দরে শুরু হয়েছে তরজা। সেই নিয়ে পঞ্চায়েত প্রধানকে ধন্যবাদ জানিয়ে কংগ্রেস ও বিরোধীদেরকে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্যে ২০২৬ বিধানসভা ভোটের বাকি আর মাত্র কয়েকটা মাস। নাগরিক সমস্যা সমাধানে সহ আরোও বিভিন্ন নতুন প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার,ইতিমধ্যে কাজও শুরু হয়ে গিয়েছে। সরকারি বিভিন্ন আধিকারিক এলাকায় পৌঁছে মানুষের সমস্যার কথা শুনছেন,মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী সমাধানের পথ বার করছেন। ইতিমধ্যে এই নতুন প্রকল্প যথেষ্ট সাড়া পেয়েছে রাজ্যে প্রতি সাধারণ মানুষের ঘরে ঘরে। এবার বিরোধী দলের প্রধানের মুখেও রাজ্য সরকারের নতুন প্রকল্প প্রশংসিত। রাজ্যের বিভিন্ন জায়গার মতো দক্ষিন চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিম ব্লকের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত এলাকায় কেয়াকোনা শিশু শিক্ষা কেন্দ্রে চলছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির। সেই মত মঙ্গলবার কেয়াকনা শিশু শিক্ষা কেন্দ্রে একটি শিবিরে উপস্থিত ছিলেন উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রধান মাসকিনা মমতাজ, এছাড়াও উপস্থিত ছিলেন পিডিও অপরাজিতা আড্ডা, মগরাহাট পশ্চিমে টিম লিডার সাবিরুদিন পুরকাইত,উপপ্রধান আবেদালী লস্কর প্রমুখ।এই শিবিরে দাঁড়িয়ে পঞ্চায়েত প্রধান মাসকিনা মমতাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের প্রশংসা করেন। পাশাপাশি এইসব প্রকল্পগুলি শুরু করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানান। আর এভাবে প্রকাশ্যে কংগ্রেস প্রধানের মুখে মুখ্যমন্ত্রী প্রশংসার ঘটনায় রীতিমত কিছুটা হলেও অস্বস্তিতে কংগ্রেস। তবে মুখ্যমন্ত্রী এবং সরকারের প্রকল্পের প্রশংসা করায় প্রধানকে ধন্যবাদ জানিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। পাশাপাশি একই সঙ্গে বিজেপি ও বিরোধীদের বিরুদ্ধে তীব্র কটাক্ষও ছুঁড়ে দিয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেন,প্রধান তার বিবেক থেকে বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়ন করছেন, সেই জন্য তাকে ধন্যবাদ জানাই। বিরোধীদের কটাক্ষ করে তারা আরও বলেন,সরকারের ভালো প্রকল্পগুলি বিজেপি, আইএসএফ,মিম,কংগ্রেস নেতারা চোখে দেখতে পারেন না। কংগ্রেসের প্রধান হয়েও সত্যিটা বলতে পেরেছেন। একই সঙ্গে মাসকিনা মমতাজ এর প্রশংসা করেছেন মগরাহাট পশ্চিম বিধানসভার তৃণমূল কংগ্রেসে। তাদের কথায়, বিজেপি সহ বিরোধী নেতারা সবসময় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করছেন। সেখানে দাঁড়িয়ে যে বক্তব্য কংগ্রেস প্রধান রেখেছেন তা প্রশংসার যোগ্য। বিরোধী দলের প্রধান হয়েও উনি বুঝতে পেরেছেন মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে দিকে দিকে উন্নয়ন করছেন। সত্যটা বলার জন্য কংগ্রেস প্রধানকে ধন্যবাদ জানান শাসক দলের নেতাকর্মীরা।