অনুভূতি মৃত্যুশয্যায়

রাই প্রিয়া (ক্যানিং,দক্ষিণ চব্বিশ পরগণা)

প্রিয়জনের নির্মম আঘাতে রক্তাক্ত হৃদয়ের কোমল অনুভূতিগুলো,
আজ অসাড়, শায়িত মৃত্যুশয্যায় –
অন্তিম শ্বাস গুনছে নিঃশব্দ যন্ত্রণায় ।

যে অনুভূতিগুলো ছিল এককালে কুসুমকলির মতো কোমল,
অশ্রুবিন্দুর স্নিগ্ধতায় সঞ্জীবিত,
ভালোবাসার জ্যোৎস্নায় দীপ্ত … অমল ,
আজ তারা ক্লান্ত, ভগ্ন, শীর্ণ – অন্তহীন ব্যথায় ধুঁকছে,,
জমাটি শোকে কম্পিত, নিভু নিভু দীপান্বিতার শিখা,
তিমির নৈঃশব্দে স্থবির, নেই দীপ্তির কোনো রেখা ।
প্রিয়জনের আঘাত –
যা ছেদন করেছে অনুভূতির অন্তঃকোষ ,
যা বিদীর্ণ করেছে হৃদয়ের শিরা উপশিরা ,,
ধুঁকতে ধুঁকতে শেষ প্রহরের অপেক্ষায় ক্ষত বিক্ষত আবেগরা ।

বিদায় হে অনুভূতি !
তুমি ছিলে প্রেমময় হৃদয়ের অন্তর্লীন শপথ,
তুমি ছিলে নীরবতার একমাত্র সঙ্গী – বিমুগ্ধ কপোতী কপোত,
তুমি ছিলে সকল মানব হৃদয়ের অনুরণন, প্রার্থনা,
তপ্ত গুমোটে যেনো একমুঠো শীতল সমীরনের আনাগোনা ।

যে অনুভূতি প্রেম কে করেছিল জীবনের পবিত্র অর্ঘ্য,
আজ তারা পরাজিত, হৃদয় নত, জীবন্মৃত, নিরর্থ ….।।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )