একফালি চাঁদ
তোমাদেরই ইন্দু (কলকাতা)

আকাশের দিকে তাকিয়ে দেখি,
একফালি চাঁদ ,
আমি স্বপন দেখি,একফালি বাঁকা চাঁদের,
জীন হাড়গুলো ঢেকে দেব সেই চাদরে,
শিউলি ফুলের মতন,
আমি যে দেখি,
রাশি রাশি ভাতের,
ছেঁড়া মাদুরি,
আমি যে দেখি,
জানলা দিয়ে আসা
দক্ষিণ বাতাসের স্বপ্ন,
বাবলা,খয়রার,জানলার ফাঁকে,
একটু খানি হাসির মতন,
লেগে থাকা,
রাঙা রোদ্দুরের স্বপন,
স্যাটেলাইট কিংবা
আটোমোশন!!!
মাথায় ঢোকে না,
বিশ্ব কাপ কিংবা এশিয়ান গেম,উত্তেজিত করেনা,
শুধু ভাবি আর স্বপন দেখি,
চোখ বুঝলেই,
যেন চোখে ঝাপসা মনে হয়,জীবন মানেই কোথাও যেন একটা যন্ত্রনা,নয় কোনও ফুলের বিছানা,সে কথা কেউ মানতেও চায়না, তাই রাতের গভীর ঘুমের স্বপ্নের আঁকিবুকি যন্ত্রনা,যেন বিদীর্ণ করে তোলে হৃদয়কে,সব স্বপ্ন প্রেমময় হয়না,গোলাপেও যে কাঁটা আছে,চারিদিকের এই যন্ত্রনা মুছে যাক রাতের তারার মাঝে,একফালি চাঁদ যেন কাস্তে হাতে নেমে আসছে পৃথিবীর বুকে যা মানুষের জীবনের,রোগ,শোক,জরা, ব্যাধি,মৃত্যুর যন্ত্রণাকে ভুলিয়ে দিতে,তাই স্বপ্নের যন্ত্রনার মধ্যেও খুঁজি সেই একফালি চাঁদ,যা ভুবনডাঙ্গার মাটিতে ছড়িয়ে দেবে তার উষ্ণ আলো,যা রাতের অন্ধকারে মুছে গিয়ে সেই যন্ত্রনা হয়ে উঠবে ভোরের আলোয় নতুন আনন্দের দিশা।অপেক্ষায় সেই নতুন ভোরের…