প্রিয় পুরুষ

সঙ্গীতা কর (কলকাতা)

আমার অস্তিত্বের কেন্দ্রে আছো তুমি
তোমাকে ঘৃণা করার বিন্দু মাত্র স্পর্ধা নেই আমার
তুমি সামনে এলেই আমি নদী হয়ে যাই
বহু শাখা, প্রশাখা হয়ে ঘুরে বেড়াই
আমার স্রোতের প্রথম ভাগে যখন তোমার সাথে দেখা হয়
আমি তোমায় বাবা বলে ডাকি
ঢেউয়ের পর ঢেউ ভেঙে জাপটে ধরে রাখি
আনন্দ হলে তোমায় খুঁজি
দুঃখ পেলে তোমায় খুঁজি
তোমাকে বলতে পারলে সব কষ্ট যেন মুহূর্তে লাঘব হয়ে যায়
তোমার প্রশংসা আমাকে গর্বিত করে
একটু দেরি করে বাড়ি ফেরাতে তোমার যে উৎকণ্ঠিত ফোনকল পৌঁছে যায় আমার কানে
তাতে আমি খুশির আকাশে রামধনু দেখতে পাই,
তোমার জন্য আমারও দুশ্চিন্তা হয়
পথে ঘাটে দুর্ঘটনা দেখলে বুকে কাঁপন ধরে মনে হয় তুমি ঠিক আছো তো?
তোমার ভালো থাকার আশ্বাসে প্রশান্তি নামে
আমি ভালোবাসি তোমায়
ভীষণ ভালোবাসি তোমায়,

তারপর আমার বেগ যখন উথাল পাথাল হয়
সবাই আমায় ভরা যৌবনা নদী বলে ডাকে
মিলনের আশায় ছুটে যাই মোহনায়
তখন দৃষ্টিতে অনুরাগ দেখে বিগলিত হই
প্রতিদিন, প্রতিমুহূর্তে নিজেকে সাজাই তোমার ভালো লাগার জন্য
তুমি ঠিক যেই ফুলটা পছন্দ করো সেটাই খোঁপায় বাঁধি
তোমার পছন্দের রঙের শাড়ি পড়ে আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন করে গান গাই
সে সময় বুকে শিহরণ জাগে,
আমি চাইলেই মিথ্যা বলতে পারবো না
বলতে পারবো না যে নিজের মনের চাহিদায় নিজেকে সাজাই
আমার শাড়ির ভাঁজে, চোখের কাজলে তোমার ইচ্ছে জড়িয়ে থাকে
জড়িয়ে থাকে তোমার ঘুরে দেখার সাধ
অপেক্ষা, অভিমান, মিলন মালার মতো গেঁথে প্রেম রচনা করি
তোমার সাহচর্যে আমার সংসার যাপন
তোমার স্পর্শে পূর্ণতা পায় আমার মাতৃত্বের অভিলাষ
তাইতো আমি তোমাকে নিয়ে কাহিনী লিখি

জানি তুমি শুধু কামুক নও
তুমিই আমার জীবন পদাবলী।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )