আগমনী
কৃষ্ণা গুহ (কলকাতা)

যে শব্দটা নাভি মূল থেকে উঠে আসে,
যে শব্দ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ছড়িয়ে
যে শব্দ খুবই ক্ষুদ্র, ব্যাপ্তি বিশাল —-
সে যে মা !!
তোমার আমার সকলের মা ।
যখন রূপালী চুলে একাকীত্ব
সে সময়েও সেই নিজস্ব গন্ধ পেতে চায় ,পেতে চায় মায়ের ফেলে যাওয়া শাড়িতে জড়ানো ওম।
দুটি নয়ন খুঁজে বেড়ায় তাকে আকাশ ময় আলোর দ্যুতিতে!!
ঢাকের কাঠি জানান দেয় সে আসছে–
সে আসছে,– মৃন্ময়ী হয়ে সে আসছে—
ইচ্ছেরা শিউলি সুবাস মেখেছে গায় !
শরীর জুড়ে তরঙ্গ আহ্লাদে মগ্ন অভিলাস।
শিশির ভেজা পায় ,
কে যেন মায়ের আগমনী গায়?
শরীর জুড়ে যে গান তরঙ্গায়িত হয়
যে গান শুনি আকাশে বাতাসে ,সেই গান ভেসে আসে আমার মনের মাঝে,”আজ আগমনীর আবাহনে কি সুর উঠেছে বেজে ,
দোয়েল শ্যামা ডাক দিল তাই বরণের এয় সেজে।”
CATEGORIES কবিতা

