হুগলীর ভদ্রেশ্বরে ফুটে উঠছে বিষ্ণুপুরের টেরাকোটার বিষ্ণু মন্দির

হুগলীর ভদ্রেশ্বরে ফুটে উঠছে বিষ্ণুপুরের টেরাকোটার বিষ্ণু মন্দির

কৌশিক ঘোষ,হুগলী:– এবারের দুর্গা পুজোয় এক খন্ড বিষ্ণুপুরের টেরাকোটার বিষ্ণু মন্দির তৈরি হচ্ছে হুগলীর ভদ্রেশ্বরের আরবিএস রোড মুক্তি সংঘ পূজো কমিটির প্রাঙ্গনে। ৩৩ বছরের এই পুজোর এবছরের মুখ্য থিম নির্মাতা আর্ন্তর্জাতিক চিত্রশিল্পী সমরেশ পোদ্দার ও সহকারী শিল্পী গৌতম পোড়েল। মুক্তি সংঘের কর্মকর্তা প্রধান উপদেষ্টা বিষ্টুপদ মন্ডল ও শ্রীকান্ত মন্ডল, সভাপতি অনিল সিং, সম্পাদক পরিতোষ নন্দীর তত্বাবোধনে এই মন্ডপ নির্মাণের কাজ চলছে। মুখ্য থিম নির্মার্তা সমরেশ পোদ্দার ও সহকারী নির্মাতা গৌতম পোড়েল জানালেন তারা বাঁশ, সোলা, থার্মোকল দিয়ে তাদের এই মন্ডপ কে সাজিয়ে তুলছেন।তারা আশাবাদী এইবছর পুজোয় ভালোই দর্শক সমাগম ঘটবে তাদের মন্ডপ প্রাঙ্গণে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )