অন্তরের অন্তঃস্থলে

অনীতা প্রামানিক (কলকাতা)

নিথর শরীর জুড়ে নিঃশব্দে দংশন করে আজও লাল আভায় জেগে ওঠে সকালের সূর্য, সোনালী আলোয় ভরে ওঠে আলুথালু বিছানা। গলির মোড়ে সুফলদার চায়ের দোকান কৈশোর কেটেছে পাড়ার বেকার যুবকদের, এখানে চায়ের আড্ডায় স্বপ্ন বুনেছে কত দাদারা। জীবনে যতই দুর্দিন আসুক না কেন কখনোই ভেঙে পড়বে না। শীত ফুরিয়ে বসন্তের আগমনে সুসজ্জিত সবুজ বনানী রঙের মেলায় ভরে উঠেছে , উদাসীন ভোরের আলো মন কেমনের জানালায়! আমি তখন সদ্য প্রস্ফুটিত কুঁড়ি, আমার মে বেলা ডানা ঝাপটায় আদরে আহ্লাদে আবদারে, ভালোবাসা গড়ে ওঠে পুতুল খেলায়,
লুকোচুরি, বৌ চুরি, গোল্লাছুট খেলে বেড়ায় বিকেলের শেষ আভায়। আটচালা দালানের খোলা বারান্দায় দুলে দুলে সুরে সুরে সহজপাঠে আর ধারাপাত।
পন্ডিত মহাশয়কে ফাঁকি দিয়ে টিফিন টাইমে কারোর বাগানে চুরি তে মত্ত,বেতের সোহাগে হাতে মুঠি বাধা ভীষণ দায়।
ঝুপ ঝুপ বৃষ্টি সন্ধ্যায় ভরে ওঠে খালবিল, রাখালের মিঠে সুরে ভরে যায় রাত্রি, দুচোখে স্বপ্ন জাল আধাঁরে কথা কয়,জল থৈ থৈ পথ মাড়িয়ে আমার শৈশব ছুঁয়ে যায় কদমে,ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙ ডাকে।
ডাহুক মরে পাতা ফাঁদে,
সময় বয়ে গেছে মাত্র।
আমার হারানো মে বেলা আজো জেগে আছে অন্তরের অন্তঃস্থলে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )