পুনর্বাসন চাওয়া গরিব মানুষদের উপর নৃশংস হামলার প্রতিবাদে বারাবনি চলো ধিক্কার মিছিল

পুনর্বাসন চাওয়া গরিব মানুষদের উপর নৃশংস হামলার প্রতিবাদে বারাবনি চলো ধিক্কার মিছিল

কাজল মিত্র: বারাবনি:-  শনিবার দিন বারাবনি থানার অন্তর্গত পুনর্বাসন চাওয়া গরিব মানুষদের উপর নৃশংস হামলার প্রতিবাদে বারাবনি চলো ধিক্কার মিছিল আয়োজন করা হয়।

প্রসঙ্গত, দোমহানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরণপুর খোলা মুখ খনিতে গত ৮ তারিখ দুই গোষ্ঠীর মধ্যে ইসিএলের চরনপুর খনি চালু করার প্রতিবাদে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়।ঘটনায় দুই পক্ষের একাধিক জন আহত হন বলে অভিযোগ।শনিবার বাউরি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকে শনিবার আহত দের বাড়িতে দেখা ও কথা বলার জন্য বাড়ি যাওয়ার কর্মসূচি ছিলো।সেই সময় মিছিল করে আসার পথে কাশীডাঙ্গার কাছে পুলিশ ব্যারিকেট করে মিছিলটি আটকে দেয়।কারণ পুলিশের অনুমান গ্রামে আহতদের সাথে দেখা করতে গেলেই হয়তো অন্য পক্ষ চড়াও হতে পারে।এরপর ব্যারিকেডের সামনে চলে বিক্ষোভ অবস্থান বিক্ষোভ। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তারা।জানা যায় দিন কয়েক আগে চরনপুর খোলা মুখ খোনিতে পুনর্বাসনের দাবি নিয়ে আন্দোলন করছিলেন গত আট তারিখে খোলামুখ খনি বন্ধ করে।অপর পক্ষ সেই খনি চালু করে দেওয়ার পরেই দুই পক্ষের মধ্যে শুরু হয় ঝামেলা ও সংঘর্ষ বলে জানা গেছে।ঘটনার অভিযোগও করা হয়েছে থানায় বলে জানা যায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারাবনি থানার পুলিশ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )