
নিয়ামতপুর সরকার ছট পুকুর ঘাটের চলছে জোরকদমে সাফাইয়ের কাজ, ৩০হাজার ভক্তের হয়ে থাকে সমাগম
কাজল মিত্র: কুলটি:- আসানসোলের কুলটি বিধানসভার নিয়ামতপুর এবং সীতারামপুর এলাকার সব থেকে পুরোনো ছট ঘাট নিয়ামতপুর সরকার পুকুর ছট ঘাট এই ছট ঘাটে ৩০হাজার ছট ব্রতী দর্শণার্থীদের ভিড় হয়ে থাকে এই ছট ঘাটে পুলিশের থাকে বিশেষ নজরদারি। এই ছট ঘাটের সিঁড়ির তৈরি করেছে নিয়ামতপুর সার্বজনীন ছট পুজো সমিতির দারা এবং আসানসোল পৌর নিগমের যৌথ উদ্যোগে এই কাজ করা হয়েছে তাছাড়া বর্তমান বিধায়ক কুলটি বিধানসভার ডক্টর অজয় কুমার পোদ্দার তার বিধায়ক ফান্ড থেকে ৫ লক্ষ টাকা খরচে করা হবে পুকুরের আরও সিঁড়ি তৈরি বলে জানান নিয়ামতপুর সার্বজনীন ছট পুজো সমিতি প্রেসিডেন্ট শিবপ্রসাদ রাউৎ।
তিনি বলেন বেশ কয়েক দিন থেকে ছট ঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করা হচ্ছে খুব শীঘ্রই এই কাজ শেষ করা হবে।
CATEGORIES আসানসোল

