
সুন্দরবন সাংগঠনিক জেলা মহিলা তৃনমূলের বর্ধিত কর্মী সভা
বাইজিদ মন্ডল: দক্ষিন চব্বিশ পরগনা:- কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরোধিতা করে “মহিলাদের শক্তির মূল দিদির তৈরী তৃণমূল” এই মূল স্লোগানকে সামনে রেখে,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে ও মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার তত্বাবধানে রবিবার বিকালে উস্থি কে সি পি এম হাই স্কুল প্রাঙ্গণে,সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের বর্ধিত কর্মীসভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের অর্থ মন্ত্রী ও রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।এছড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার,ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস, সুন্দরবন সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা বিধায়িকা নমিতা সাহা,সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি তথা মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার,দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অধ্যক্ষ মুজিবর রহমান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিম ব্লকের যুব নেতৃত্ব সাবির উদ্দিন পুরকাইত,জেলা পরিষদের সদস্যা নুর খাতুন বিবি সরদার,পঞ্চায়েত সমিতির সদস্যা সংগীতা হালদার,সহ মগরাহাট পশ্চিম ব্লকের অন্যান্য সকল নেতৃত্ব বৃন্দ প্রমুখ।এই মহিলা কর্মী সভায় সঞ্চালনা করেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমোহিনী বিশ্বাস। পাশাপাশি মহিলা সভানেত্রী তিনি জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে এই কর্মী সভার সমাপ্তি ঘটান।

