
জমি গিয়েছে, কিন্তু চাকরি ও টাকা কিছুই পায়নি, তীর ধনুক হাতে বিক্ষোভ আদিবাসীদের
কাজল মিত্র: জামুড়িয়া:- এক বছর হল জমি নিয়েছে কারখানা কর্তৃপক্ষ, কিন্তু মিলেনি চাকরি এবং জমির টাকা। অবশেষে সপ্তাহের প্রথম দিনেই জামুড়িয়ার রশ্মি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি নামে এক বেসরকারি কারখানার গেট বন্ধ করে তীর ধনুক হাতে নিয়ে বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।
ঘটনার খবরে ছুটে আসে জামুড়িয়া থানা ও কেন্দাফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। উত্তেজনাময় পরিস্থিতির সামাল দেয়।
ঘটনা প্রসঙ্গে জানা যায়, জামুরিয়া হুড়মাডাঙ্গা গ্রামের বাসিন্দা তুলসী মেঝানের কাছ থেকে ২০২৪ সালে রেশমি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি নামে এক বেসরকারি কারখানা জমি অধিগ্রহণ করেছে।
কিন্তু এখনো কোন রকম কোন চাকরি বা জমির টাক দেয়নি কারখানা কর্তৃপক্ষ। কারখানা কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেও মেলেনি কোনো সুরাহা ফলে রেশমি কারখানার গেটে তালা ঝুলাতে বাধ্য হয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ।

