৪২ ঘন্টা পর অবশেষেনুনি নদীতে ডুবে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার

৪২ ঘন্টা পর অবশেষেনুনি নদীতে ডুবে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার

কৌশিক মুখার্জী: আসানসোল :-

নুনি নদীতে ডুবে যাওয়া আরাডাঙ্গালের বাসিন্দা ৫৫ বছরের উপেন্দ্র রাই এর প্রায় ৪২ ঘন্টা পর অবশেষে মৃতদেহ উদ্ধার। 

প্রসঙ্গত,শনিবার সন্ধ্যায় উপেন্দ্র রায় নুনি নদীতে গভীরে পড়ে গিয়ে তলিয়ে যান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দুর্যোগ মোকাবেলা দল, দক্ষিণ থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তল্লাশি অভিযানে নেমে পড়েন।রবিবার সকাল থেকে ডিজাস্টার গুপের সদস্যরা উদ্ধারের কাজ শুরু করে।দুই দিন ধরে খোঁজাখুঁজির পর অবশেষে সোমবার সকালবেলা নিমচার কাছে নদীর মধ্যে তার মরদেহ ভেসে ওঠে।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )