জলটুকু দিও
শক্তি কুন্ডু (কলকাতা)

জীবদ্দশায় তৃষ্ণার জলটুকু তাকে দিও…
মহালয়ার ভোর পর্যন্ত অপেক্ষা করিও না…
তিলে পুষ্পে কুশে অঙ্গুরী ডুবিয়ে নয়,
একদম সাদামাটা জল
পাত্রে ভরে দিও !
ধর্মের ভন্ডামী করে পূর্বপুরুষের তৃষ্ণা মেটানোর দায় ছাড়োতো এবার…
একটু ধর্ম গোত্রহীন হয়ে মানুষের মতন হয়ে
পাকস্থলির চিৎকারে কান পাতো…
পিতাতো তুমিও হবে ,আর যদি না হও তাতে কি!
তোমার জন্ম একবার নয় বহুবার বহুরূপে যিনি দিয়েছেন…তিনিই পিতা !
মাতা গর্ভজাত তুমি ,তারপর ভূমিষ্ঠ হওয়ার পর শিক্ষায় দীক্ষায় যে জন্ম হয় ,
তাও তো তাদের দেওয়া ৷
এটা কি অস্বীকার করার!!
তবে কেন!
তাদের ভালো থাকার তৃষ্ণার দায়
তুমি এড়িয়ে যাও!!
মহালয়ায় গঙ্গার ঘাটে কাদের জল দিতে ছোটো,
আর কেন!!!
স্বর্গে জায়গা লাভে বাধা যাতে না আসে
তার জন্য!!
স্বার্থের কথায় ধর্ম মানো,
অথচ স্বার্থহীন মানুষের ত্যাগের পাশে
তুমি নাস্তিক হয়ে যাও !!!
CATEGORIES কবিতা

