মায়ের বিসর্জন

সাবিত্রী দাশ (নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর)

নতুন সাজে দুর্গা এসে
কাঁদিয়ে দিয়ে গেলো,
সেই কারণে ধরার মানুষ
হৃদয়ে দুখ পেলো।

মায়ের তরে কাঁদছে দেখি
আকাশ বাতাস জল,
ভাসান দিয়ে আসবে ফিরে
সকলেই টল মল।

মোদের ছেড়ে মা’যে এবার
কৈলাসে যাবে চলে,
মায়ের শোকে হৃদয় ভেঙে
দুখের কথা বলে।

মায়ের স্নেহ দয়া মায়ায়
আছি ধরার মাঝে,
সবাই যেন সফল থাকে
যে যার মতো কাজে।

মাগো তুমি আসবে আবার
একটি বছর পরে,
রোগ মুক্ত রাখিস ধরা
কেউ যেন না মরে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )