একটু কম মানবিক

টুম্পা পাল (হিন্দমোটর, হুগলী)

ভাসছে মানুষ ভাসছে বই
সাধের শহর জল থৈ থৈ,
যার গেছে, তা গেছে যাক
আমার খুশি আমার থাক,
পাঁচতলা মল পুরোটা খুশি
খুশি থাকতেই ভালোবাসি।
খুশি কুড়াতে জানতে হয়,
মৃত্যুটাকেও মানতে হয়,
ডিঙিয়ে ম ড়া নাচতে জানি
বাঙালিয়ানায় বাঁচতে জানি,
আমরা এখন খুব আধুনিক
হয়তো একটু কম মানবিক,
তবুও গর্বে ভরছে বুক
মিথ্যে খুশির অলীক সুখ।
শিক্ষা বুথের তলানিতে
মূল্যবোধও জ্বালানিতে
তাতে কিছু যায় আসে না
জল ছাড়া মাছ বাঁচে না
উন্মাদনায় মাতছি তাই
উন্নয়নে ভাসছি ভাই।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )