জিজ্ঞাসা
মমতা রায় (চন্দননগর, হুগলী)

সন্ধান শুদ্ধতার,
বিষাক্ত ছোবল!
নিশ্বাস বন্ধ হতে হতে
পাড়ি দেওয়া জীবন তরী।
সন্ধান স্নিগ্ধতার,
ছলনায় বিছানো জাল।
হোঁচটে রক্তাক্ত মন
রক্তিম পদ চিহ্নের আলপনা।
সন্ধান নির্মল প্রেমের
মিথ্যা প্রতিশ্রুতি,
কান্নার অভিনয়
কোথায় শুদ্ধতার ছোঁয়া।
কোথায় স্নিগ্ধতায় মাখামাখি
নির্মল প্রেম !
হারায় শুধু হারায় ,
আনন্দ নেই, হাসি নেই ,
প্রানোচ্ছল ঢেউ কই ?
মা হারায় ! সন্তানের বিচ্ছেদে
জননী কাঁদে, আকাশ কাঁদে,
কাঁদে বন্দী মন।
কে তুমি অলক্ষ্যে হাসো,
হাসি ? নাকি নীরব ক্রন্দন!
CATEGORIES কবিতা