বার্নপুরের ত্রিবেণী মোড় রেলের ব্রিজের নিচের রাস্তা জলমগ্ন, চরম অসুবিধায় পথচারী ও যানবাহন আরোহীরা

বার্নপুরের ত্রিবেণী মোড় রেলের ব্রিজের নিচের রাস্তা জলমগ্ন, চরম অসুবিধায় পথচারী ও যানবাহন আরোহীরা


কাজল মিত্র: আসানসোল:- রাজ্যের দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে শুরু হয়েছে গতকাল থেকে বৃষ্টি। আর এই এক টানা বৃষ্টিতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বেশকিছু এলাকা জলমগ্ন।গতকাল রবিবার রাতে এবং আজ সোমবার সকাল থেকেই একটানা বৃষ্টি শুরু হয় আসানসোলে।এরফলে আসানসোলের বার্নপুরের ত্রিবেণী মোড় সংলগ্ন রেল ব্রিজের নিচে সড়ক পথ জলমগ্ন হয়ে পড়ে।এমনকি বার্নপুর গামী রাস্তাও জলের তলায়। এর ফলে যানবাহন আরোহী থেকে পথচারীরারা চরম সমস্যায় পড়েছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )