
উখড়া ফাঁড়ির পুলিশের বড়সড় সাফল্য,আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক
কৌশিক মুখার্জী: আসানসোল:-
নির্বাচনের আগেই উখড়া ফাঁড়ির পুলিশের বড়সড় সাফল্য।লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও নির্বাচনের ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী দলগুলি।আর এরই মধ্যে উখড়া ফাঁড়ির পুলিশ আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল এক দুষ্কৃতীকে।ধৃতের নাম প্রমোদ পাসওয়ান।বাকোলা মশান ধাওড়ার বাসিন্দা।ধৃতের কাছে উদ্ধার হয় একটি দেশি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ।ঘটনা প্রসঙ্গে জানা যায় উখড়া ফাঁড়ির আধিকারিক মইনুল হকের নেতৃত্বে আচমকা নাকা তল্লাশি করার সময় ধৃত যুবকে দেখে সন্দেহ হয় পুলিশের।তাকে তল্লাশি করা হলে তার কাছে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র।তাছাড়া জানা যায় ধৃত প্রমোদ পাসওয়ান নামে আগেও চুরি, ছিনতাই এর মত মামলা রয়েছে বেশ কয়েকটি থানায়। ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার দুর্গাপুর আদালতে তোলা হয়।পুলিশ তদন্ত সাপেক্ষে সাত দিনের পুলিশি হেফাজতের আর্জি জানায় বলে জানা যায়।
CATEGORIES আসানসোল