প্রথম দেখা
গীতা বণিক দত্ত (চুঁচুড়া, হুগলী)

হঠাৎ সেদিন হলো দেখা ল্যাম্প পোস্টের আলোয়,
মনের মাঝে উথালপাথাল শুধুই স্মৃতিময়।
ঝড়ের রাতে হলো দেখা প্রথম পরিচয়,
চেনা জানার গণ্ডি ভেঙে হয়েছিল মন বিনিময়।
স্বপ্ন দেখা কত না দিন কত না রাত মনে খুশির ঝলক,
ভালোবাসার রঙিন জালে পড়লো ধরা দুটি মন শুধুই যে বকবক।
খাওয়া ঘুম উঠলো মাথায় জীবন হলো বেনিয়ম,
বুকের মাঝে আঁকা ছবি সে যে চির ভাস্বর চির মনোরম।
এই ভাবে যে কাটলো দিন কাটলো মাস বছর কয়েক গেল,
সুখের ঘরেই মধুর ক্ষণ জীবন পূর্ণ হলো।
শুভ দিনে শুভ ক্ষণে চার হাত এক তো হলো,
সংসারের মোহ জালে জীবন এগিয়ে গেলো।
হঠাৎ করে উঠলো ঝড় মনের মাঝে দ্বন্দ্ব দ্বিধার ঢেউ,
সাজানো সকল স্বপ্ন গুলো ভাঙলো সকল পাশে নেই তো কেউ।
ভরসার হাত টা গেল সরে দেওয়া কথা মিথ্যা মনে হলো,
ভালোলাগার মায়া মোহ এক নিমিষে বিষ ময় লাগলো।
এই কি নাকি ভালোবাসা সবাই বলে যাকে,
ভিত টা ভীষণ নড়বড়ে চিনলো সেই মানুষ টি কে।
মিছেই কেন অন্ধ মোহে সময়ে ভেসে চলা,
বিশ্বাস টা ভাঙলো যখন চোখের জলে ভিজলো বুক থামলো কথা বলা।
দুটি হৃদয় ভিন্ন হলো পথ হলো আলাদা,
চেনা মানুষ অচেনা হলো রাঙানো সিঁথি হলো আজ সাদা ।
দুজনের সাথে হয় না দেখা বহুবছর স্মৃতি ধুলোময়,
বহুদিনের পরে হঠাৎ হলো দেখা মনের মাঝে স্মৃতির সঞ্চয় ।

