মুক্তি
প্রান্তিক কাপড়ী (হলদিয়া, পূর্ব মেদিনীপুর)

তোমার কালো চুলের গভীর সমুদ্রে-
আমার টাইটানিক মন ডুব দিয়েছিল,
সে কোন অতীতকালে!
আজও ধ্বংসাবশেষ রয়ে গেছে,
সময়ের সাথে নতজানু হয়ে অনুতাপে ক্ষয়ে ক্ষয়ে।
হয়তো সেখানে তোমার সোনালী সূর্যের বিচ্ছুরিত-
আনকো আলোর রশ্মির একটু স্পর্শের অপেক্ষায়।
মুক্তির কামনায়-
বারে বারে অনুচ্চারিত কিছু শব্দ,
আর্তনাদ, নিজেকে ফিরে পাওয়ার।
আমার চিরনিদ্রার ঘুমের দেশে
জলকন্যা হয়ে একটি বার এসো।
তোমার হৃদয়ের সমুদ্রের অজানা কোন বন্দরে ।
কোরাল হয়ে রয়ে যাব,
শুধু আমার স্মৃতিচিহ্নটুকু রয়ে যাবে
থাকবে না আমার প্রাণ,
তোমার হৃদয়ের কাছে রয়ে যাব চিরকাল।
CATEGORIES কবিতা

