উজান স্রোতে
মল্লিকা মণ্ডল (কলকাতা)

মনের আকাশে অভিমানের
ঘন কালো মেঘ, জমলে অবিরত,
মনে করি চলে যাবো, যেদিকে দুচোখ যায়
একেবারে দিকশূণ্যপুরের পথিকের ই মতো!
রবি ঢলে পড়ছে নিজস্ব রক্তপাতে
বিষন্ন ছায়া সরোবরের কাঁচকাটা জলে
তীব্র কামিনী র গন্ধ, হাওয়ার আঁচল জুড়ে
রূপ-রস-গন্ধ হয়েছে অন্ধ, হৃদয়ের অন্তঃস্থলে!
জোনাকি র জ্বলা নেভা আলোয়
রাত আসর জমায়, স্মৃতির ঝাঁপি খুলে,
খুঁজি ফিরি হন্যে হয়ে লাল ভেলভেটের বাক্স
মন জানে, ফেলে এসেছি একান্ত নিজেরই ভুলে!
CATEGORIES কবিতা