তোমার চিঠি
প্রান্তিক কাপড়ী (হলদিয়া, পূর্ব মেদিনীপুর)

তোমার চিঠি শৈশবের আদর মাখানো স্মৃতি ,
শীতের কাঁথা জড়ানো উষ্ণ অনুভূতি ।
তোমার চিঠি প্রত্যুষের প্রথম সূর্যোদয় ,
বসন্তের লাল পলাশের চুম্বনের শিহরণের কথা কয়।
তোমার চিঠি গ্রীষ্মের দুপুরের লুকোচুরি,
যৌবনের প্রথম বর্ষার সন্ধ্যার স্নিগ্ধ আরতি।
তোমার চিঠি জীবন দর্শনের এক আশ্চর্য দিনলিপি,
আমার অন্ধকারময় জীবনের অচেনা পান্ডুলিপি।
তোমার চিঠি ভালোবাসার স্পর্শ দিয়ে যায়,
দিন বদলের রাতে তোমাকে বারবার কাছে পেতে চায়।
তোমার চিঠি র অপেক্ষায় কেটে যায় জীবনের বার বেলা,
অন্তিম জীবনে নতুন রামধনুর রঙের মেলা।
তোমার চিঠি গভীর নীল সমুদ্রের আবেগের উচ্ছ্বাস,
আমার প্রেম ভরা বার্ধক্যে অনাবিল শ্বাস।
CATEGORIES কবিতা