মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণ – দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিজেপির পথ অবরোধ

মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণ – দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিজেপির পথ অবরোধ

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -:

       দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল  কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপি কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বার্ণপুরের ত্রিবেণী মোড়ে পথ অবরোধ করে এবং দোষীদের শাস্তির দাবি জানায়। বিপুল সংখ্যক বিজেপি কর্মী এই অবরোধে সামিল হয়।

        বিধায়িকা বলেন, পশ্চিমবঙ্গে মহিলারা আদৌ নিরাপদ নন। তাইতো উড়িষ্যার এক মেয়েকে এখানকার মেডিক্যাল কলেজে পড়তে এসে গণধর্ষণের শিকার হতে হয়ে। তিনি আরও বলেন, আজ পশ্চিমবঙ্গের পরিস্থিতি এমন যে ২ বছরের শিশু থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধা পর্যন্ত দুষ্কৃতিদের হাত থেকে রেহাই পাচ্ছেনা। তিনি আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই ধর্ষণের হার নির্ধারণ করেছেন বলেই পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে, অপরাধীরা নির্ভীক হয়ে উঠেছে। বিজেপি আর এটা সহ্য করবেনা, নারীদের নিরাপত্তার জন্য রাস্তায় নেমে তারা প্রতিবাদ করবে। মানুষ এই প্রশাসনকে বিশ্বাস করে না। তিনি স্পষ্টভাবে বলেন যে, মানুষ এই প্রশাসনের উপর এতটাই ক্ষুব্ধ যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মমতার টিএমসি সরকারের পরাজয় নিশ্চিত।

         প্রসঙ্গত, গত ১০ ই অক্টোবর সন্ধ্যায় দুর্গাপুরের একটি বেসরকারী মেডিক্যাল  কলেজের ছাত্রী পাশের একটি দোকানে খাবার কিনতে গিয়ে গণধর্ষণের শিকার হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )