কালীপুজো এবং ছটপুজো উপলক্ষ্যে প্রশাসনিক বৈঠক

কালীপুজো এবং ছটপুজো উপলক্ষ্যে প্রশাসনিক বৈঠক

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল-:

         আসন্ন কালীপুজো ও ছটপুজো নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে আসানসোলে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। সম্প্রতি মহকুমার চারটি ব্লক (সালানপুর, বড়বানি, জামুরিয়া ও রাণীগঞ্জ), সমস্ত এসিপি (মধ্য ১, মধ্য ২, হীরাপুর ও কুলটি), ৯ টি থানার আইসি ও ওসি এবং এএমসির সঙ্গে ঘাটের দিকে রাস্তা ও ঘাট পরিষ্কার, রক্ষণাবেক্ষণ, ঘাট এলাকার আলোকসজ্জা, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং প্রয়োজনে ঘাট এলাকায় সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক, কুইক রেসপন্স টিম ও নৌকার ব্যবস্থা করা ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে ভার্চুয়ালি বিস্তারিত আলোচনা সম্পন্ন হয়েছে। আসানসোল পৌরনিগমের পক্ষে ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন মেয়র কাউন্সিলর গুরুদাস চট্টোপাধ্যায়।

        জানা যাচ্ছে, কালী প্রতিমা বিসর্জনের জন্য    আসানসোল পৌরনিগম এলাকায় ১১৮ টি ও  চারটি ব্লকের ৬৫ টি পুকুর এবং ছটপুজোর জন্য পৌরনিগম এলাকায় ১২৬ টি এবং চারটি ব্লকের ৬৩ টি ঘাট চিহ্নিত করা হয়েছে। ইতিমধ্যে আধিকারিকরা নিজ নিজ এলাকার পুকুর এবং ঘাট পরিদর্শন করছেন।

         পরে মহকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য্য বলেন, আমাদের মূল লক্ষ্য সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা এড়িয়ে উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করা। এরজন্য তিনি এলাকাবাসীর সক্রিয় সহযোগিতা প্রার্থনা করেছেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )