ভূতের দেশে বিজ্ঞাপন
শোভনা মিশ্র (পুণে, মহারাষ্ট্র)

আঁধার ঘরে গাছে পাতে সাজো সাজো রব
ভূতের ঘরে নাকি বিয়েবাড়ি শুনছি কলরব।
ব্রহ্মদৈত্য বামুন পণ্ডিত ধুতির কোঁচা ছাড়ে
পৈতাখানি কাঁধের উপর চেঁচিয়ে মন্ত্র ঝাড়ে।
শাকচুন্নি নাকে কেঁদে করলো জামাই বরণ
পেত্নী তখন কনে সাজে লাজে খুঁজে মরণ।
বর স্কন্ধকাটা ছাঁদনাতলে পেত্নী রেগে আগুন
চিরকাল থাকবে কুমারী চাই না মনে ফাগুন।
দেশে বিদেশে যে যেখানে সবার ছিল আমন্ত্রণ
মামদো ভূত আরব থেকে ফেরারিতে আগমণ।
মেছোভূত মাছ খেয়ে নিলো চোরাচুন্নি কাঁদে
বেঘোভূত গেছোভূত পড়ে শেষে নিশির ফাঁদে।
বাবার কথায় রাম বাবু ভদ্র ভূত শ্যামবাবু অন্ধ
ছুঁচো বাবু দাঁত কেলালেও গাময় চুরির গন্ধ ।
বরকর্তা কানাভুলো বলে এ রসিকতার বিয়ে
ভূতের আবার বিয়ে হয় টোপর মাথায় দিয়ে?
বুঝলে না তো হো-হো করে উঠলো সবাই হেসে
দন্তমঞ্জনের প্রচার চলছে ভূতের রাজার দেশে।
CATEGORIES কবিতা

