বিবেচক
মহুয়া গাঙ্গুলী (কলকাতা)

আমাকে বিবেচক বলেই বিবেচিত করে আবার আমাকেই বোকা বানানো, সেটাতে কিন্ত তুমি অবিবেচক হিসাবে নিজেকে আরো একবার প্রমান করে ফেললে…
ভেবোনা ভালোবাসায় বিবেচনা থাকেনা,
ভালোবাসাটাও বিবেচিত হয় বিবেচনা বোধেই…
আসলে সহজাত প্রবৃত্তি খানিক নেশায় ছোটায়
তেমন নেশার ওষুধ আমি কোনওদিনও নই!
ওগুলো হাটে বাজারে বুঁদ হয়ে থাকা বিজ্ঞাপনে খচিত হয়ে জাজ্বল্যমান হয় কেবলই সাময়িকী সংবাদে…যারা বৈষয়িক নেশার খোরাক, তাদের সাথে গুলিয়ে ফেলাটাই অবিবেচকের মতো কাজ।
কতটুকু বুঝি বোঝাতে না পারলেও কতটুকু জেনেও না জানার অভ্যাসটুকু জারি রাখি, সেটা কোনওদিনই হয়তো জানাতে পারবোনা…অনেক হিতৈষী সেই রামায়ণের আমল থেকে আজ পর্যন্ত ঘরের শত্তুর বলে অলঙ্কৃত হয়েছেন। মুলতঃ বীভিষণের অন্যায়কে অন্যায় বলাটাই বিবেচিত হলোনা আর…
এটুকুই ভেবে অবাক হই, কতো সহজে কাউকে নিজের বলেই পরক্ষণেই ভীষণ দূরত্ব বাড়ানো যায়! মিশে যাওয়া অগুন্তি মানুষের ভিড়ে হারায় হিয়া……
ঐ যে বললাম বাজার চলতি নেশার খোরাক নয় মানুষ হিসাবে বিবেচনা রাখলে অন্ততঃ মুখোশের আড়ালের মানুষটাও মানুষ হিসাবে আমাদের মতো মানুষের কাছে কিঞ্চিত বিবেচক ব্যক্তি হওয়া, হয়ে ওঠা যায়।