
বার্ণপুরের ৭৮ নং ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির
ফাইনাল এক্সপোজার: আসানসোল:- বুধবার আসানসোল পৌরনিগমের ৭৮ নং ওয়ার্ডে তিনটি বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন করা হয়েছে। স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্র জানান মমতা ব্যানার্জীর নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান শিবির ৭৮ নং ওয়ার্ডের তিনটি বুথ নিয়ে আয়োজন করা হয়েছে তবে এই ওয়ার্ড ইস্কো কতৃর্পক্ষর অধীনে থাকার জন্য কোন উন্নয়নের কাজ করতে গেলে ইস্কো কতৃর্পক্ষর সাথে আলোচনা করে করতে হয় তবে প্রকল্পের জন্য স্থানীয় বাসিন্দারা অভূতপূর্ব ভাবে শিবিরে অংশগ্রহণ করেছে।
CATEGORIES আসানসোল