খোলা আকাশ

গীতা বণিক দত্ত (চুঁচুড়া, হুগলী)

তুই যে আমার খোলা আকাশ
তুই তো বাঁচার অক্সিজেন,
তোর সাথে তে জীবন আমার
সাত জন্মের বাঁধন যে।
তোর সাথে তে সূর্য দেখা
তোর সাথে তে হারিয়ে যাওয়া,
তুই যদি থাকিস পাশে
পাহাড় টা কে ডিঙিয়ে যাওয়া।
তোর হাত টা আমার হাতে
রাখিস যদি শক্ত করে ,
প্রবল ঝড় এলেও পরে
রাখবি তুই বুকে ধরে।
বিপদ এলে ভরসা তুই
রাত _বিরাতে থাকিস পাশে,
সুখের দিনে ছাড়িস না হাত
সঙ্গে থাকিস দুখের দিনে।
প্রবল জ্বরে মাথার কাছে
জলপটি দিস সারাটা রাত,
এমন নিবিড় পরশ যে তোর
পাই না খুঁজে কাউকে আর।
তোর গানে তে গলা মেলায়
রাতটা যখন গভীর হয়,
সুরে সুরে হারিয়ে যাই
বাঁচার নেশায় এক লহমায়।
সবাই যখন সুখের পাখি
আশেপাশে ভিড় যে করে,
বিপদ এলে তারাই তখন
কাজের ছুতোয় পালায় ওরে।
একমাত্র তুই যে শুধু
স্বার্থ ছাড়া থাকিস পাশে,
দুঃখে সুখে সকল সময়
আগলে রাখিস বুকের মাঝে।
মাঝরাতে তে স্বপ্ন দেখে
ঘুমটা ভেঙে উঠে বসি,
মাথায় তখন হাত টা রাখিস
বলিস যে তুই আমি আছি।
দূরে তুই যাস না কভু
রাখিস শুধু তোরই কাছে,
তুই যে আমার রামধনু রঙ
তুই যে বাঁচার মন্ত্র যে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )