নির্বাক চলচিত্র
মহুয়া গাঙ্গুলী (কলকাতা)

কথাগুলো সব সময় ধরে
মুহূর্তের নোনা সাগরে ,
বাস্তবের ফসল আসলে সুদকষে চলে মনে ।
এক অভিমান আকাশ ঘিরে, মুখ ঢাকে সলাজ মেঘে….
ভেসে যায় দূরে মাটির প্রদীপ, আলো, শোলার ফুল,
তোমার চোখের শ্রাবণ আমাকেও ভেজায় একাকারে।
শান্তির ঘুমে আচ্ছন্ন সময়
আগামীভোর তবু রোজ রোদ বদলায়।
কিছু স্রোত বিপরীতেও ফিরে মেশে
অভিমান যখন এক ভিন্ন কাঠগড়ায়!
যতটুকুই তুমি চিনেছো আমায়
সেটুকুও ভুল ভেবেই,
ভালো থাকাটুকু নিজের হলেও
প্রতিদিনের তোমাকে ঘিরেই।
CATEGORIES কবিতা

