আত্মস্থ
শ্রাবনী চক্রবর্তী (কলকাতা)

শেষ হয় দেওয়া নেওয়া
অবুঝ মনের আকাঙ্ক্ষা গুলো পুড়ে
স্থায়ী হয় শোক,
এতো আবেগ থাকলে চলে বলো,
বোকা বোকা বোধগুলো ভিজে স্যাঁতস্যাঁতে,
কাঠফাটা রোদে ঝলসে নাও।
পাখির ছানার মতো নরম তুলতুলে
অনুভূতি গুলো বুকের ওমে সামলে রেখো,
শ্বাসে প্রশ্বাসে যন্ত্রণা হৃদয়ের প্লাবন সামলে
ঋদ্ধ হয়ে উঠবে ,
ওরা শব্দ হয়ে উড়ে যাবে একদিন,
তোমার কথাগুলো আজও বাষ্প হয়ে ভাসে ,
যদি মুখোমুখি হয়! উত্তর টা গুছিয়ে রেখো।
নীল সায়রে আজ মন উদাসী
হন্যে দুচোখ খোঁজে আশ্চর্য প্রদীপ,
কালপুরুষ, সপ্ত ঋষি নক্ষত্র মন্ডল মাঝে,
আমি সেই উদাসিনী যার দৃষ্টির প্রখরতা
তুমি চুরচুর হয়ে যাও,
পায়ের তলার মাটি আমার স্নিগ্ধ আঁচল জড়িয়ে
আত্মাভিমান…
CATEGORIES কবিতা