উপদেশ নয় দরকার সাহায্য
সাবিত্রী দাশ (নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর)

একটি ছেলে রাস্তায় হেঁটে যাচ্ছিল, হঠাৎ সে একটা গর্তের মধ্যে পড়ে যায়। অনেক চেষ্টা করেও উঠতে পারছে না। সেই সময় আরোও দুটো ছেলে গল্প করতে করতে এসে দেখে ছেলেটির এই অবস্থা , তখন তারা তাকে দেখে বলল, বন্ধু তুমি
তো খুব কষ্টে আছো।
ছেলেটি তখন অনেক আশায় বুক বাঁধলো, ভাবল এবার তারা তাকে সাহায্য করবে।
কিন্তু তারা কিছু না বলেই গল্প করতে করতে চলে গেল।
এরপর আরেক বয়স্ক মানুষ এলো। সে দেখে বলল, বন্ধু তোমার উচিত ছিল রাস্তায় সাবধানে হাঁটা।
এই বলেই সেও চলে গেল।
শেষে একজন খোঁড়া মানুষ এলো। সে পরের বাড়িতে ভিক্ষা করে একটি ধুতি পরে আসছিল , ছেলেটির এই অবস্থা দেখে তার পরনের ধুতির পাড় ছিঁড়ে দড়ির মতো ছুঁড়ে দিলো গর্তে, বলল, এখন তুমি শক্ত করে ধরো ,
আমি টেনে তুলছি তার কথা মতো শক্ত করে ধরে ছেলেটি বিপদ মুক্ত হয়ে উপরে উঠে এলো।
শিক্ষনীয় – সমস্যার সময় উপদেশ দিয়ে চলে যাওয়া ঠিক কাজ নয়, দরকার সাহায্য করার ।
সবাই কথা বলে, উপদেশ দেয় কিন্তু খুব কম মানুষই সাহায্য করতে এগিয়ে আসে। তাই আমাদের এমন মানুষ হতে হবে যেন অন্যের দুঃসময়ে অন্যের বিপদে সহোযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি।

