সম্পর্কের সমীকরণ
শারদীয়া সান্যাল (কলকাতা)

সম্পর্কের সমীকরণ বদলে স্বেচ্ছায় হারিয়ে গেলে
তবে তুমি জান না, হারিয়ে যাওয়া সহজ নয়!
তাই থেকেই গেলে।
ধুম চাষের উপত্যকার মত
নতুন ফসল ধারণ করতে বলে গেছিলে
আমাকে,
কী ভীষণ অবলীলায়!
কিন্তু তুমি জান না…
তোমাকে নিয়ে আমার একটা নিজস্ব পৃথিবী আছে।
যেখানে শব্দের প্রাবল্য নেই, শুধুই কল্পনার অনুভতি ঘেরা।
তুমি কখনো জানবেই না,
রথের মেলা থেকে আমাদের কেনা শিউলি গাছটায়,
একটা হলেও পাতা আজীবন থেকে যাবে…
ঠিক আমার ভালোবাসার মত।
আমি ভোরের নিরীহ গন্ধের সঙ্গে তোমাকে মাখব বলে
আজীবনের দোসর করেছি আশ্বিনের রাতকে।
আর তুমি আলতো হিমে ভালোবাসার কবোষ্ণতায় ঝরে পড়বে
আমার বিছানো শরীরে, মনে…
আর আজীবন এভাবেই অবয়বহীন তুমি থেকে যাবে।
এই কল্পনাটুকুই না হয় বেঁচে থাকার খোরাক জোগাক।।
CATEGORIES কবিতা

