অপ্রত্যাশিত তুমি

লিপি মুখার্জী (মঙ্গলডিহি, বীরভূম)

একটা একটা করে দীপ নিভে,
ছায়ামূর্তি দাঁড়ায় আরশিতে।
প্রতিবিম্বিত মুখ যেন পোড়ো বাড়ি।
যার প্রত্যেকটি ইঁটে আজও
স্বর্ণাক্ষরে লেখা তোমার নাম।
তুমি আজ ডুমুরের ফুল!
অথচ অতীতের পর্দা মনের
থিয়েটারে মঞ্চস্থ করে
শরতের মেঘের মতো তোমার প্রতিচ্ছবি।
আজ তুমি বর্ষার অজয়।
আমি তোমার স্রোতে ভেসে আসা শব মাত্র।
স্নেহভরা চাহনি আজ যক্ষপুরীর মতো।
আর সেই অনুভূতিরা ,আজ কাফন বন্দী!
ভালোবাসা এখন ট্রাভেল এজেন্সি,
যেকোনো রিসোর্টে রাত্রি যাপন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )