তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হানের সমর্থনে নির্বাচনী পথসভায় উপস্থিত গৌতম দেব

তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হানের সমর্থনে নির্বাচনী পথসভায় উপস্থিত গৌতম দেব

তন্ময় মাহারা: মালদা:- দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হানের সমর্থনে নির্বাচনী পথসভা।বুধবার রাতে মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় ২০,২১,২৬ ,২৭ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে নির্বাচনী পথসভার আয়োজন করা হয়। প্রধান বক্তা হিসেবে সভামঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব। এছাড়াও উপস্থিত ছিলেন, ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ,২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার, চৈতালি ঘোষ সরকার,  কাকলি চৌধুরী, গৌতম দাস, পূজা দাস সহ অন্যান্য ওয়ার্ড কমিটির সদস্য ও তৃণমূল নেতৃত্বরা।তৃণমূল সরকারের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরে আগামী ৭ মে তৃতীয় দফার নির্বাচনে দক্ষিণ মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাওয়াজ আলী রায়হান কে ভোট দেওয়ার আহ্বান জানান মঞ্চে উপস্থিত তৃণমূল নেতৃত্বে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )