প্রখর রোদে জলছত্রের আয়োজনে যুবসমাজ

প্রখর রোদে জলছত্রের আয়োজনে যুবসমাজ

কৌশিক মুখার্জী: সালানপুর:-

‘জলের আরেক নাম জীবন’, যারা সূর্যের প্রখর তেজে পথেঘাটে বের হন। বিশেষ করে ৪২ ডিগ্রি তাপে তাদের অবস্থা প্রাণ যায় যায় মতন।তীব্র দহনে যখন বাংলা থর মরুভূমি কে টেক্কা দিচ্ছে। তখন চলতি সপ্তাহে পন্ডিত রঘুনাথ মুর্মুর ১১৯তম জন্মজয়ন্তী উপলক্ষে জলছত্র এর আয়োজন যুবসমাজের পক্ষ থেকে,আসানসোলের দেন্দুয়া কল্যানেশ্বরী রোডের কদভিটা মোড়ে।এদিন পথচারীদের ঠান্ডা পানীয় শরবত বিতরণ করা হয়।এদিন ১০০ পথ চলতি মানুষদের শরবত খাওয়ানো হয়।এছাড়াও আজকে গরীব দুস্থ ছাত্রছাত্রীদের বই খাতা দেওয়া হবে বলে যানান সংগঠনের দুর্গেশ কিস্কু সহ যুব সমাজের সদস্যরা।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )