রাতের অন্ধকারে ওয়ার্কশপের গোডাউন থেকে চুরি

রাতের অন্ধকারে ওয়ার্কশপের গোডাউন থেকে চুরি

কৌশিক মুখার্জী: আসানসোল:-রাতের অন্ধকারে চুরি হয়ে গেল একটি ওয়ার্কশপের গোডাউন থেকে। ঘটনাটি ঘটে আসানসোল দক্ষিণ থানা অন্তর্গত দুর্গা মন্দিরে নিকট। জানা যায় ওই ওয়ার্কশপে চুক্তিভিত্তিক ইসিলের কিছু কাজ হয়ে থাকে। ওয়ার্কশপের মালিকের বক্তব্য এখানে মেশিনপত্রের কাজ হয়ে থাকে বলে তামা ও কপারের জিনিস চুরি গেছে। এই বিষয়ে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনা চলে পুলিশ পৌঁছে বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )