আছড়ায় আত্মহত্যা এবং অরবিন্দ নগরে বাড়ির থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার

আছড়ায় আত্মহত্যা এবং অরবিন্দ নগরে বাড়ির থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার

কৌশিক মুখার্জী: সালানপুর:-

সালানপুর থানার জিৎপুর উত্তরমপুর গ্রাম পঞ্চায়েতের অরবিন্দ নগর এলাকায় একটি বাড়ির মধ্য থেকে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। জানা যায় অরবিন্দ নগর ২ নম্বর রাস্তার এক বাড়ি থেকে ওই ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার হয়েছে।রবিবার রাত্রি বেলায় আশেপাশের লোক গরমের কারণে বাইরে বসে ছিল ঠিক সেই সময় স্থানীয়রা আচমকা পঁচা গন্ধ পান।এরপরেই রূপনারায়নপুর ফাঁড়ি পুলিশকে খবর দেওয়া হয়।খবর পেয়ে  রূপনারায়নপুর ফাঁড়ি পুলিশ  এসে বাড়ির গেট খুলে ভেতরে গেলে পচা গলা দেহ দেখতে পান। মৃত দেহ যার তার নাম অমিত মাল (বয়স ৬২)। জানা গেছে মৃত ব্যক্তির স্ত্রী বেশ কয়েক বছর ধরে সন্তানদের নিয়ে অন্যত্র থাকেন।ফলে  ওই ব্যক্তি বাড়িতে একাই থাকতেন।তবে স্থানীয়রা জানান যে ওই ব্যক্তি প্রচুর মদ্যপান করতেন যার ফলে তার স্ত্রী ও সন্তানরা এখানে তার সাথে থাকতেন না।তবে পুলিশ মৃতদেহ উদ্ধার করে বাড়ির লোকেদের খবর দেয় এবং মৃতদেহটি ময়না তদন্তের জন্য আসানসোল পাঠানো হয়।পুলিশ ঘটনার তদন্ত করছে।অন্যদিকে আছড়া পঞ্চায়েত এলাকাই গলায় ফাঁস লাগিয়ে এক ব্যক্তি আত্ম হত্যার ঘটনা সামনে এসেছে জানা গেছে মৃত  ব্যক্তির নাম সরবিন্দু ঘটক ৫৬ বছর বয়স।বাড়ি সামডি রোডের উপর আছড়া পঞ্চায়েতের ঠিক সামনে যে কর্মতীর্থ বিল্ডিং রয়েছে তার উল্টোদিকে।যেসময় আত্মহত্যা করেন সেই সময় বাড়িতে কেউ ছিল না বলে জানা যায়।পরিবারে তার দুই সন্তান সহ স্ত্রী রয়েছে।এখানে ঘরজামাই হিসেবে থাকতেন ও রূপনারায়ানপুরের একটি দোকানে কাজ করতেন বলে জানা যায়।পরিবার সূত্রে জানা গেছে মানসিক অবসাদের কারণেই এই আত্মহত্যা,তবে পুলিশ আসার আগেই পরিবারের লোকজন মৃতদেহটির গলার ফাঁস খুলে হাসপাতালে নিয়ে যায় বলে খবর।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )