দূর্গাপূজার কার্নিভাল নিয়ে প্রস্তুতি সভা

দূর্গাপূজার কার্নিভাল নিয়ে প্রস্তুতি সভা

ফাইনাল এক্সপোজার: আসানসোল:- রবিবার সকালে আসানসোলের সার্কিট হাউসে আসন্ন দূর্গাপূজার বিসর্জনের কার্নিভাল নিয়ে প্রস্তুতি বৈঠক করা হয়। বৈঠকে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নমবলম এস, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমল হক, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, এমআইএমসি গুরুদাস চ্যাটার্জী, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, অতিরিক্ত জেলা শাসক সঞ্জয় পাল,এছাড়াও ছিলেন আসানসোলের মহকুমা শাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য,  জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।

জেলাশাসক পোন্নমবলম এস জানান, রাজ্য সরকারের বিশেষ নির্দেশে আসানসোল ও দূর্গাপুরে দূর্গাপূজার প্রতিমা বিসর্জ্জন নিয়ে কার্নিভাল নিয়ে প্রস্তুতি বৈঠক করা হয়েছে, বৈঠকে প্রত্যেক দপ্তরের আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন এবং সব পূজা কমিটিদের কাছে কার্নিভালের জন্য প্রস্তত থাকতে বলা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ আসার পর তারিখ ঘোষণা করা হবে তবে গতবছর যেখান কার্নিভালের শোভাযাত্রা বার হয়েছিল এইবছর একই জায়গায় হবে আশা করা যায় ৪ বা ৬ অক্টোবর হতে পারে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )