রাকেশ সিংকে গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের মিছিল ও থানা ঘেরাও

রাকেশ সিংকে গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের মিছিল ও থানা ঘেরাও

ফাইনাল এক্সপোজার: আসানসোল:- রবিবার দুপুরে আসানসোলের গীর্জা মোড়ে কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বিজেপির কর্মী রাকেশ সিংএর গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের  একটা বাইক মিছিল বার হয়ে আসানসোল দক্ষিণ থানার সামনে এসে শেষ হয়। আসানসোল দক্ষিণ থানায় রাকেশ সিংএর নামে এফ আই আরের প্রতিলিপি নেওয়া হয়। আসানসোল দক্ষিণ থানার সামনে বিক্ষোভ প্রদর্শনকারীদের মধ্যে জাতীয় কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য প্রসেনজিৎ পুইতুন্ডি, আসানসোল পৌরনিগমের ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম মুস্তাফা, আসানসোল উত্তর ব্লকের সভাপতি সাহ আলম খান, ফিরোজ খান সহ কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন। এস এম মুস্তাফা জানান রাকেশ সিং প্রাক্তন কংগ্রেস কর্মী ছিলেন বর্তমানে তিনি বিজেপির কর্মী হয়ে কলকাতায় কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙ্গচুর করে, কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর ছবিতে কালি লাগানোর সাথে কংগ্রেসের পতাকা ছিঁড়ে দেয় এর প্রতিবাদে কংগ্রেস পশ্চিম বাংলার সমস্ত থানায় বিক্ষোভ প্রদর্শন করে এফ আই আর করেছে। রাকেশ সিংএর এইরুপ কার্যকলাপের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং কর্মীরা কোন রকম অভিযোগ করেন নি এতে স্পষ্ট হয়ে যায় তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির অলিখিত চুক্তি রয়েছে। সাহ আলম খান জানান তারা ভারতের সংবিধান রচয়িতা বি আর আম্বেদকারের এবং গান্ধীজীর ছবি নিয়ে তাদের আদর্শ নিয়ে চলেন কংগ্রেসের কোন কর্মী কোন রাজনৈতিক দলের পতাকাকে অবমাননা করেন না অথচ বিজেপির নেতা রাকেশ সিং কংগ্রেসের কার্যালয় ভাঙ্গচুর করার সাথে কংগ্রেসের পতাকা ছিঁড়ে দেয় সারা রাজ্যে রাকেশ সিংএর নামে এফ আই আর করা হলেও তৃণমূল কংগ্রেসের পুলিশ তাকে গ্রেপ্তার করছে না অবিলম্বে রাকেশ সিংকে গ্রেপ্তারের দাবিতে পুনরায় এফ আই আর করা হয়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )