
সোমবার পথ দুর্ঘটনার মৃত দুই শ্রমিক পরিবারের পাশে সি আই টি ইউ নেতা দেব জিৎ সিনা
তন্ময় মাহারা: মালদা:- গতকাল সোমবার যে পথ দুর্ঘটনা ঘটে ভালুকা এলাকায়। সেই দুর্ঘটনায় ১২ জনের মধ্যে একজনের মৃত্যু ঘটনাস্থলেই হয়।বাকি ১১ জন শ্রমিককে প্রথমে মশালদহ হসপিটালে নিয়ে যাওয়া হয়।তারপর সেখান থেকে সাত জনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরিত করা হয়। সেখানেই গতকাল আরো দুই শ্রমিকের মৃত্যু হয়।মৃত শ্রমিকের নাম শেখ রিন্টু বয়স ৩২ বছর এবং তোফাজুল বয়স ৩৪ বছর এই দুই শ্রমিকের বাড়ি পরানপুর অঞ্চলের নামুটোলা গ্রামে। আজ তাদের বাড়িতে সমবেদনা জানাতে আসেন সি আই টি ইউ নেতা দেব জিৎ সিনা আগামীতে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
CATEGORIES উত্তরবঙ্গ আপডেট