
অবশেষে খবরের জেরে গ্রেফতার চিকু দা
কৌশিক মুখার্জী: কুলটি:-
গতকাল এক খবর আমরা প্রকাশিত করেছিলাম।কী ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ হবার পরেই আলু গাড়ি নিয়ে বাংলা ঝাড়খণ্ড সীমানায় দালাল চক্র শুরু হয়েছে।কালকেই আমরা দেখিয়েছিলাম যে চিকু দা নামক এক ব্যক্তি টোকেনের মাধ্যমে ৫০০টাকা নিচ্ছে আলুর গাড়ি থেকে।বাংলায় এন্ট্রি নামে নেওয়া হচ্ছে ৫০০টাকা।কাল আমরা খবরে প্রকাশিত করার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন।গতকালেই পুলিশ গ্রেফতার করে জয়ন্ত অধিকারী(৩৩) ওরফে চিকু দা।সোমবার তাকে আসানসোল আদালতে তোলা হবে।তবে এরপরেও থেমে নেই দালালরা।তাদের নিজের কাজ তারা চালিয়ে যাচ্ছে।বাংলা ঝাড়খণ্ড সীমানায় পুলিশ প্রতিনিয়ত কুলটি ট্রাফিক গার্ড এবং চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ আলু গাড়ির তল্লাশি চালাচ্ছে।কিন্তু সোমবার সকালে হঠাৎ এক আলু বোঝাই গাড়ি এসে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে পালিয়ে যায়।অল্পের জন্য রক্ষা পায় কর্মরত পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারা।