ফের রক্ত বিক্রির অভিযোগে আটক দুই

ফের রক্ত বিক্রির অভিযোগে আটক দুই

তন্ময় মাহারা: মালদা:- ফের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত বিক্রির অভিযোগ। হাতেনাতে বিক্রেতা ও ক্রেতাকে ধরলেন ব্লাড ব্যাংকের কর্মীরা। দু’জনকেই ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

রক্ত বিক্রি চক্রের ফাঁস করলেন ব্লাড ব্যাংকের কর্মীরা। শুক্রবার রক্ত দিতে আসা যুবককে দেখেই সন্দেহ হয় ব্লাড ব্যাংকের কর্মীদের। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না মেলায় ডোনার ও রিসিভারকে আটকে রেখে ইংরেজবাজার থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় ইংরেজবাজার থানার পুলিশ। থানায় যাওয়ার পথে রক্ত নিতে আসা ব্যক্তি জানায়, এক ইউনিট রক্তের জন্য তার থেকে তিন হাজার টাকা চাওয়া হয়েছিল। রক্ত বিক্রি করতে আসা ব্যক্তি নিজের নাম পরিচয় জানাতে রাজি না হলেও, সে নিজেকে কালিয়াচকের বাসিন্দা বলে দাবি করেছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )