হুমকির পাল্টা পদক্ষেপ,বাংলার গাড়ি আটকানো শুরু ঝাড়খন্ড সীমান্তে

হুমকির পাল্টা পদক্ষেপ,বাংলার গাড়ি আটকানো শুরু ঝাড়খন্ড সীমান্তে

কৌশিক মুখার্জী: কুলটি:-

হুমকির পাল্টা পদক্ষেপ শুরু হয়ে গেল। এবার পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খন্ডগামী সমস্ত গাড়ি আটকানো শুরু হল মাইথন আউটপোস্ট।আবার ঝাড়খণ্ডে জাতীয় সড়কের উপর পথ অবরোধ করলো ঝাড়খণ্ডের সিপিআইএমএল সংগঠন।এদিন পূর্ব বিধায়ক অরূপ চ্যাটার্জীর নেতৃত্বে মাইথনে জাতীয় সড়ক অবরোধ করা হয়।তারা বাংলা থেকে আগত পণ্যবাহী গাড়ি ঝাড়খণ্ডে প্রবেশ করতে দিচ্ছে না।তারা জানায় যতক্ষণ না বাংলা সীমানা খুলছে।তাদের এই অবরোধ চলবে।
অবরোধে সামিল হয়েছে সেখানকার ট্রাক চালকেরাও। ‌ তারা জানান গতরাত থেকে এখনো পর্যন্ত প্রায় ১৮ থেকে ২০ ঘণ্টা বাংলা ঝাড়খন্ড সীমানায় বাংলামুখী গাড়িগুলিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, এর ফলে সবজি মাছ ফল সহ বিভিন্ন সামগ্রী নষ্ট হচ্ছে ‌। এই অবস্থার পরিবর্তন না হলে তারাও বাংলার কোন গাড়ি ঘোড়া ঝাড়খন্ডে ঢুকতে দেবেন না।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )