দুর্গাপুজো মন্ডপ সহ সংশ্লিষ্ট এলাকা সুসজ্জিত করার ক্ষেত্রে পুলিশের নির্দেশিকা ঘিরে তৈরী হয়েছে জটিলতা

দুর্গাপুজো মন্ডপ সহ সংশ্লিষ্ট এলাকা সুসজ্জিত করার ক্ষেত্রে পুলিশের নির্দেশিকা ঘিরে তৈরী হয়েছে জটিলতা

তন্ময় মাহারা: মালদা:- দুর্গা পুজো কমিটির সাথে সংঘাতে মালদহ পুলিশ প্রশাসন। দুর্গা পুজো মন্ডপ সহ সংশ্লিষ্ট এলাকা সুসজ্জিত করার ক্ষেত্রে পুলিশের নির্দেশিকা ঘিরে তৈরী হয়েছে জটিলতা। বিজ্ঞাপনের ক্যাটআউট ও বড় হোডিং লাগানোর ক্ষেত্রে দেওয়া হয়েছে বিধিনিষেধ। পাশাপাশি শহরের রাজপথে দুর্গা পুজা কমিটি আলোকসজ্জা গেট নিয়েও পুলিশ প্রশাসনের নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে দুর্গা পুজা করা নিয়ে  কমিটি গুলির মধ্যে আশঙ্কা তৈরী হয়েছে। পুলিশ প্রশাসনের এমন নির্দেশিকা কেন দেওয়া হয়েছে। কার নির্দেশে দেওয়া হয়েছে তাঁর কোন  উত্তর পান নি ক্লাব কর্তারা। তাদের বক্তব্য আজ হঠাৎই দুপুরে ইংরেজবাজার থানার আই সি সঞ্জয় ঘোষ ক্লাব কর্তাদের জরুরী ভিত্তিতে ডেকে এমন নির্দেশ দিয়েছেন। এরফলে চিন্তিত ক্লাব কর্তারা। সন্ধ্যাতে শহরের ৮০ টি দুর্গা পুজো কমিটির সদস্যরা পুলিশ প্রশাসনের এমন নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন। এক বৈঠকের মাধ্যমে ৮০টি দুর্গা পুজোর কমিটির সদস্যরা সোমবার মালদহ জেলাশাসক নীতিন সিংহনিয়াকে স্মারকলিপি জমা দিবেন। যদি পুলিশ প্রশাসন তাদের নির্দেশিকা প্রত্যাহার না করে তবে মালদহ শহরের দুর্গা পুজো কমিটির সদস্যরা জানান আলোকসজ্জা বিহীন দুর্গা পুজা হবে। কোন মন্ডপে আলো জ্বলবে না। এমন করে হবে নীরব ও গণতান্ত্রিক  প্রতিবাদ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )