
প্রশাসনের পক্ষ থেকে বরাকর বাজারে অভিযান
কৌশিক মুখার্জী: কুলটি:-
ক্রেতা সুরক্ষা দফতর ফুড সেফটি দফতর সহ একাধিক সরকারি দফতর ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সোমবার আসানসোলের কুলটি থানার অন্তর্গত বরাকর বাজারে এক অভিযান চালানো হয়!যেখানে দোকানদার ও ব্যবসায়ীদেরকে এক্সপেয়ারি ডেটের পর কোনো খাদ্য বস্তু সহ অন্যান্য জিনিষ বিক্রির ক্ষেত্রে নিষেধ করা হয়। যাতে ক্রেতারা বস্ত বা জিনিষের গুণগত মানের ক্ষেত্রে ঠকে না যান।সঠিক মূল্যে যেনো সঠিক জিনিস টা পায় গুণগত মান ঠিক থাকে!!মানুষের সচেতনতা বাড়ানো হচ্ছে যেনো সাধারণ মানুষ না ঠকে বা প্রতারিত হয় এই বিষয়ে অভিযানকারী আধিকারিকরা জানিয়েছেন, মূলত এদিন সচেতনতামূলক ও সতর্কতাকারি অভিযান। আগামীদিনে নির্দেশ না মানা হলে অভিযুক্ত দোকানদার ও ব্যবসায়ীদের প্রতি আইনোতো ব্যবস্থা গ্রহণ করা হবে।
CATEGORIES আসানসোল